সভাপতির বার্তা

ডাইফ অফিসার্স এসোসিয়েশন (ডিওএ) হলো একটি পেশাদার সংস্থা যা ডিপার্ট্মেন্ট অব ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ এন্ড এস্টাবলিশমেন্ট (ডাইফ) কর্মকর্তাদের মধ্যে সহযোগিতা, শিক্ষা এবং উন্নয়নকে উৎসাহিত করার জন্য নিবেদিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণের সাথে জুম ভার্চুয়াল প্লাটফর্মে এক মতবিনিময় সভাকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একটি অ্যাসোসিয়েশন থাকা জরুরী বলে উল্লেখ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে ডাইফ অফিসার্স অ্যাসোসিয়েশন গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৭-১১-২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও অনলাইনে জুম প্লাটফর্মে সংযুক্ত ডাইফের সকল পর্যায়ের অফিসারদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত কর্মকর্তাগণের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ডাইফ অফিসার্স অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত হয়, কিন্তু আহবায়ক কমিটি চূড়ান্ত না হওয়ায় সভা মূলতবী ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৭-১১-২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকেল ০৪.৩০ ঘটিকায় পুনরায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও অনলাইনে জুম প্লাটফর্মে সংযুক্ত ডাইফের অফিসারদের অংশগ্রহণে মূলতবী সভা পুনরায় অনুষ্ঠিত হয় এবং নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

সিদ্ধান্তসমূহ:
১। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (Department of Inspection for Factories and Establishments-DIFE বা ডাইফ)-এর কর্মরত কর্মকর্তাগণের সমন্বয়ে “ডাইফ অফিসার্স অ্যাসোসিয়েশন” (DIFE Officers’ Association-DOA) গঠন করা হয়।
২। “ডাইফ অফিসার্স অ্যাসোসিয়েশন” (DIFE Officers’ Association-DOA) এর আহবায়ক কমিটি গঠন করা হয়।



কার্যপরিধি:
১। ডাইফ অফিসার্স এসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা;
২। এসোসিয়েশনের সদস্যদের তালিকা চূড়ান্ত করা;
৩। এসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠনের মাধ্যমে খসড়া গঠনতন্ত্র চুড়ান্ত করে সাধারণ সভায় অনুমোদন করা; এবং
৪। চুড়ান্ত খসড়া গঠনতন্ত্র এর বিধান অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থা করা।

লক্ষ্যঃ

ডাইফ কর্মকর্তাদের ক্ষমতায়ন: শ্রম আইন এবং কর্মস্থলের নিরাপত্তা সম্পর্কিত জ্ঞান, দক্ষতা ও রিসোর্স দিয়ে কর্মকর্তাদের সজ্জিত করা।
পেশাদার উন্নয়ন: ক্রমাগত প্রশিক্ষণ, কর্মশালা এবং গবেষণার মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা।
নৈতিক মানদণ্ড বজায় রাখা: কর্মস্থলে নৈতিকতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে উৎসাহিত করা।
নিরাপদ ও ন্যায্য কর্ম পরিবেশ: বাংলাদেশ জুড়ে সকল কর্মস্থলে নিরাপদ ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করা।
দক্ষ জনবল গঠন: শ্রম আইন এবং কর্মস্থলের নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে দক্ষ কর্মী গড়ে তোলা।

উদ্দ্যেশ্য

বাংলাদেশে শ্রম আইন প্রয়োগ, কর্মস্থলের নিরাপত্তা এবং শিল্প সম্পর্কের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণকারী নেতৃস্থানীয় পেশাদার সম্প্রদায় হিসেবে নিজেদের স্থান অর্জন করা।
ডাইফ কর্মকর্তাদের জ্ঞান এবং সেরা সরঞ্জাম দিয়ে সজ্জিত করে সুস্থায়ী শ্রম অনুশীলন প্রচার এবং দেশের শিল্প ও শ্রমিকদের সামগ্রিক বৃদ্ধি ও কল্যাণে অবদান রাখা।

Image

ডাইফ অফিসার্স এসোসিয়েশন এর গর্বিত সদস্য হোন!

আজই যোগদান করুন

Register Now

always eager to hear from you